গলায় মালা? আচ্ছা কোনও ক্ষতি নেই,
তুমি নেইল পলিশ লাগাও, লিপস্টিক, হাতের চুড়ি, চুলে ক্লিপ! তাও আবার সাদা-কালো? চোখের কাজল?
সমস্যাটা এখানে বুঝলে। আমার সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যায়। আমার আগের বান্ধবির নাম ছিল লোবিও রোহিতা। তারপর থেকে রোহিতা সারনেমের কোনও মেয়ে দেখলেই বুকটা কেমন যেন ধুকপুক ধুকপুক করে। আমার গার্লফ্রেন্ড রোহিতার গলার আওয়াজ অনেকটা শ্রেয়া ঘোষালের মত, তাই শ্রেয়া ঘোষালের গান বাজলেই মনে পড়ে যায়। আরও ক্রিটিকাল যা, তা হল আমার গার্লফ্রেন্ড রোহিতা এরকমই সাদা-কালো ক্লিপ চুলে লাগাত। এটা নাকি একটা কমন ক্লিপ! তারপর থেকে সাদা-কালো ক্লিপ দেখলেই গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে।
আরে কিযে বলো! তাপস পাল! ভালবাসা ভালবাসা! না দাদা, সাংঘাতিক তাপস পাল হতে ইচ্ছে হত। এখন আর হয়না। চারিদিকের যা পরিবর্তন! আপনি বরং আমায় ইলিশ মাছ খাওয়ান।
তুমি নেইল পলিশ লাগাও, লিপস্টিক, হাতের চুড়ি, চুলে ক্লিপ! তাও আবার সাদা-কালো? চোখের কাজল?
সমস্যাটা এখানে বুঝলে। আমার সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যায়। আমার আগের বান্ধবির নাম ছিল লোবিও রোহিতা। তারপর থেকে রোহিতা সারনেমের কোনও মেয়ে দেখলেই বুকটা কেমন যেন ধুকপুক ধুকপুক করে। আমার গার্লফ্রেন্ড রোহিতার গলার আওয়াজ অনেকটা শ্রেয়া ঘোষালের মত, তাই শ্রেয়া ঘোষালের গান বাজলেই মনে পড়ে যায়। আরও ক্রিটিকাল যা, তা হল আমার গার্লফ্রেন্ড রোহিতা এরকমই সাদা-কালো ক্লিপ চুলে লাগাত। এটা নাকি একটা কমন ক্লিপ! তারপর থেকে সাদা-কালো ক্লিপ দেখলেই গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে।
আরে কিযে বলো! তাপস পাল! ভালবাসা ভালবাসা! না দাদা, সাংঘাতিক তাপস পাল হতে ইচ্ছে হত। এখন আর হয়না। চারিদিকের যা পরিবর্তন! আপনি বরং আমায় ইলিশ মাছ খাওয়ান।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন