- তুমি কী কিছু হারিয়েছ?

- হ্যাঁ...

- খুব দামি কিছু?

- হ্যাঁ...

- এমনভাবে খুঁজছো যেন আমার থেকেও দামি!

- অনেকটা সেরকমই...

- তাইবলে রাস্তার মাঝখানটাতে এইভাবে হাটু গেড়ে বসে! আমার দেখতে খুব খারাপ লাগছে...  প্লিজ এদিকে এসো...

- আমার যে ওটার খুব প্রয়োজন...  না পাওয়া গেলে বেঁচে থাকার উপর আগ্রহ হারিয়ে ফেলব হয়তো....

- তুমি প্লিজ আমায় বলো কী হারিয়েছে....

- তোমার স্মাইল....  কদিন ধরেই তোমায় খুব ডিপ্রেশড দেখাচ্ছে...  মন খারাপের ছায়া পড়েছে হোয়াট্সঅ্যাপের স্ট্যাটাসে.... এবার তো একটু হাসো.....