- দাঁড়া! সানগ্লাসটা পরে নিই...
- একটা ছবি তুলতে সানগ্লাস পরতে হবে?
- হুমম। সানগ্লাস পরলে হিরো হিরো লাগে...
- আচ্ছা, পর।
- দ্যাখ তো! আমার চুলগুলো ঠিক আছে?
- ঠিকই তো আছে।
- একটু ভাল করে দ্যাখ না। চুল সাধারণত দুভাগে কাটা হয়। হো হো হানিসিং.. আর দয়াল বাবা।
- দয়াল বাবা আবার কে?
- সে তুই চিনবি না। তোর বাবার যুগের মানুষ... এক জন বিখ্যাত ড্যান্সার। স্বয়ং শাকিরা, মাইকেল জ্যাকসন ওনার নাচের তারিফ করেছিল... আহা! কি সুন্দর গান!
 'দয়াল বাবা কলা খাবা....'
- থাক! আর বলতে হবে না।
- না, তোকে শুনতে হবে... দয়ালবাবা মাথাই সাপ্টে সর্ষের তেল মেখে মাঝখানে সিঁথি করা মাথা আঁচড়াত।
- তুই বন্ধ করবি প্লিজ...
- দ্যাখ না! ভাল লাগছে?
- হুমম।
- আজ দাড়ি কেটে এলাম তোর সঙ্গে ছবি তুলব বলে... দাড়ি কাটলে গালটা ফর্সা লাগে... চকচক করে।
- ভগবান!
- আচ্ছা! জামাটা ইন করে পরব?
- তোর যা ইচ্ছে হচ্ছে তাই কর।
- সোজা হয়ে দাঁড়াব না বেঁকে?
- উফ্!
- আচ্ছা! এক কাজ কর... তুই আমার সামনে সোজাসুজি বোস... এমন ভাবে বোস যেন মনে হয় আমি তোকে চুমু খাচ্ছি।
- আচ্ছা বাবা! তাই...
- আহ্! ক্যামেরার স্ক্রিনে আমাদের কী সুন্দর দেখাচ্ছে! এটা কী ক্যামেরা! ক্যান্ডি না রেট্রিকা!
- চুপ করবি প্লিজ!  ক্লিক করতে দে..
- আচ্ছা! তোর বিয়েটা কবে যেন?
- ও মাসের পাঁচ তারিখে...
- ও মাসের পাঁচ!
- হ্যাঁ বাবা! দাঁড়া! ছবিটা তুলতে দে...
- ছবি! কী ছবি! কীসের ছবি! কী হবে ছবি তুলে!
না কোনও ছবি তোলার প্রয়োজন নেই... ওমাসের পাঁচ... ওমাসের পাঁচ... ওমাসের পাঁচ...।