গা দিয়ে দুর্গন্ধ বেরোনা স্বাভাবিক, তবে একেক সময় দুপুরবেলাতে একা শুয়ে থাকলে নিজেরই অসহ্য লাগে। আর নাকটাও হাতের সাথে শরীরের জয়েন্টে চলে যায়। ঈশ! পুরো ঘর্মাক্ত! আমার লাইট সেন্টের ডেনিভারটা কোথায় গেল?
একেক সময় স্নান শেষ করে গা-হাত-পা মোছার পর দেখি বগলে সাবানের ফ্যানা! ভাল লাগে এসব!
ট্রিমার দিয়েই নিজেই গোঁফদাড়ি ছাঁটি, তাতে টাকাও বাঁচে আর সেলুনের সুড়সুড়ি থেকেও রেহাই পাওয়া যায়। সাধারণত সেলুনে রাজ্যের পি.এন.পি.সি, আগে আগ্রহ নিয়ে শুনতাম। নিত্যনতুন গালাগালি শিখতাম। এখন আর ভাল লাগেনা।
কিন্তু জামাপ্যান্ট পরার পর যদি দেখি থুঁতনির নীচেকার আঠারোটা দাড়ি এড়িয়ে গিয়েছে, কার ভাল লাগে!
জামাপ্যান্ট পরা নির্ভর করে সাধারণত সহজ লভ্যতার উপর। তাই খাটের স্ট্যান্ডের উপর রাখা যে তিনটে টিশার্ট অধিক ব্যবহৃত হয়, ঘামের গন্ধ অথবা লবণের ছোপ পড়লেও সেগুলিই বেশি শরীর দ্বারা অত্যাচারিত হয়।
সাধারণত বইএর টেবিলে বই ছাড়াও অনেক কিছুই থাকে, যেগুলো আর বলার নয়। সব থেকে বেশি বিপত্তি বাধে মা যখন ঘর পরিষ্কার করতে ঢোকে। আমার এলোমেলো জিনিস গুলো কেউ সাজিয়ে গুছিয়ে রাখলে খুঁজে পেতে বড্ড অসুবিধা হয়।
জিন্স পরার অনেক সুবিধে, সব থেকে বড় যেটা তা হল দীর্ঘদিন না কাচার পরেও অ্যাশ কালারের জিন্স আরামশে পরা যায়।
টিশার্ট পরলে অনেকসময় ভিতরের ভেস্ট বাইরে চলে আসে, আরে ভাই! মেয়ে না হলেও লজ্জা তো লাগেই।
জীবনে কবার চিরুনি দিয়ে মাথা আঁচড়িয়েছি, কে জানে! তবে অনেকের থেকে অনেক কম। ডান হাতের আঙুল দিয়ে দুতিনবার চালিয়ে নিলেই, প্রবলেম সলভ্ড।
এই সমস্ত একাধিক কারণে আমরা ব্যাচেলর,এক ইল্লত প্রজাতির ব্যাচেলর। সমস্ত কিছু জানার পরেও কেউ যদি বিয়ে করতে চায়, তা নেহাত তার দয়াদাক্ষিণ্য, বিনম্রতা, দয়াশীলতা এবং মহত্ত্বের পরিচয়।
একেক সময় স্নান শেষ করে গা-হাত-পা মোছার পর দেখি বগলে সাবানের ফ্যানা! ভাল লাগে এসব!
ট্রিমার দিয়েই নিজেই গোঁফদাড়ি ছাঁটি, তাতে টাকাও বাঁচে আর সেলুনের সুড়সুড়ি থেকেও রেহাই পাওয়া যায়। সাধারণত সেলুনে রাজ্যের পি.এন.পি.সি, আগে আগ্রহ নিয়ে শুনতাম। নিত্যনতুন গালাগালি শিখতাম। এখন আর ভাল লাগেনা।
কিন্তু জামাপ্যান্ট পরার পর যদি দেখি থুঁতনির নীচেকার আঠারোটা দাড়ি এড়িয়ে গিয়েছে, কার ভাল লাগে!
জামাপ্যান্ট পরা নির্ভর করে সাধারণত সহজ লভ্যতার উপর। তাই খাটের স্ট্যান্ডের উপর রাখা যে তিনটে টিশার্ট অধিক ব্যবহৃত হয়, ঘামের গন্ধ অথবা লবণের ছোপ পড়লেও সেগুলিই বেশি শরীর দ্বারা অত্যাচারিত হয়।
সাধারণত বইএর টেবিলে বই ছাড়াও অনেক কিছুই থাকে, যেগুলো আর বলার নয়। সব থেকে বেশি বিপত্তি বাধে মা যখন ঘর পরিষ্কার করতে ঢোকে। আমার এলোমেলো জিনিস গুলো কেউ সাজিয়ে গুছিয়ে রাখলে খুঁজে পেতে বড্ড অসুবিধা হয়।
জিন্স পরার অনেক সুবিধে, সব থেকে বড় যেটা তা হল দীর্ঘদিন না কাচার পরেও অ্যাশ কালারের জিন্স আরামশে পরা যায়।
টিশার্ট পরলে অনেকসময় ভিতরের ভেস্ট বাইরে চলে আসে, আরে ভাই! মেয়ে না হলেও লজ্জা তো লাগেই।
জীবনে কবার চিরুনি দিয়ে মাথা আঁচড়িয়েছি, কে জানে! তবে অনেকের থেকে অনেক কম। ডান হাতের আঙুল দিয়ে দুতিনবার চালিয়ে নিলেই, প্রবলেম সলভ্ড।
এই সমস্ত একাধিক কারণে আমরা ব্যাচেলর,এক ইল্লত প্রজাতির ব্যাচেলর। সমস্ত কিছু জানার পরেও কেউ যদি বিয়ে করতে চায়, তা নেহাত তার দয়াদাক্ষিণ্য, বিনম্রতা, দয়াশীলতা এবং মহত্ত্বের পরিচয়।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন