তুমি আর আমি
এক চুম্বকের দুটি টুকরো
বিজ্ঞানের ব্যতিক্রমী নিয়ম অনুযায়ী আমরা দুই বিপরীত মেরু অথচ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করি।
তুমি লাটাই ধরে আমার অনুভূতির সুতো ছাড়তে থাকো..
আমি মহানন্দে মহাকাশের অনেক উঁচুতে উঠতে থাকি।
হঠাৎ আবেগের ভোঁকাট্টা...
আমি মুখ থুবড়ে মাটিতে পড়ি।
এক চুম্বকের দুটি টুকরো
বিজ্ঞানের ব্যতিক্রমী নিয়ম অনুযায়ী আমরা দুই বিপরীত মেরু অথচ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করি।
তুমি লাটাই ধরে আমার অনুভূতির সুতো ছাড়তে থাকো..
আমি মহানন্দে মহাকাশের অনেক উঁচুতে উঠতে থাকি।
হঠাৎ আবেগের ভোঁকাট্টা...
আমি মুখ থুবড়ে মাটিতে পড়ি।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন