দেশের বিপুল সংখ্যক কিশোর অপুষ্টিতে ভুগছে,তাতে সরকারের মাথা ব্যথা নেই।আছে ডিফেন্স খাতে ব্যয় এর হিসেব।অস্ত্র আমদানি। রাজ্যগুলোও বলিহারি।আরে ব্বাবা!সাড়ে তিনশো ক্যালরি আর দশ গ্রাম প্রোটিনের মধ্যে ৬ গ্রাম প্রোটিন যদি ডিম থেকে পাওয়া যায় ক্ষতিটা কোথায়!?
না,ডিম আমিষ,হিন্দুত্ববিরোধী,স্কুলে ডিম বন্ধ।
প্রতি পঁচিশ মিনিটে এ দেশে একজন করে কৃষক মারা যায়। রোজ কৃষক আত্মহত্যার খবর পেপারে বেড়োয়। যারা সুখের পায়রা।হেব্বি রেগে যায় মায়রি।শালা সক্কাল বেলা টাই বেধে পেপার পড়তে বসে পুরো'মুড খারাপ হো গ্যায়া'।রাত্রিকালীন মন্থনের রোমন্থন বমি হয়ে বেড়োতে চাই।
'Economy Survey' পড়তে গেলে দেখা যায় কৃষিকাজের মন্দাবস্থা।GDP তে অবদান কমতে থাকছে,সাথে কমতে থাকছে সরকারের Investment. 'Food Processing' এ ভারতে এত opportunity, Infrastructure এর জন্য তাও মুখ থুবরে পরছে।এই সামান্য আম দিয়েই ভাবা যাক।
আমের এত উৎপাদন এবার,কম দামে বিক্রি হচ্ছে।
অথচ Preserve করে অথবা আম থেকে সহযোগী খাদ্যদ্রব্য তৈরি করলে এই অবস্থা হয়না!এখনকার ছেলেমেয়েরা চাষ করার কথায় ভাবতে পারেনা।একমাত্র অসংগঠিত শ্রমিকের পেটে যেসব 'অসংগঠিত শ্রমিক' তৈরি হবে তারাই আমাদের ভবিষ্যৎ।ভবিষ্যতের খাদ্য যোগাবে।
যে শহর Google এ "Erotic Content" search এ এক নম্বর। সেই ছেলেই দেশের কথা বলে।টেটের ফর্ম তুলতে গিয়ে পুলিশের মার খায়।'পুলিশ' শব্দটার প্রতিশব্দ তৈরি করেছি 'রাজনীতির দাস'!
আসোলে কিছু করার থাকেনা।যে ছেলে সাদামাটা গ্রাজুয়েশন করে বাবা মা'র মুখে ভাত তুলে দিতে কনস্টেবল এ যোগ দেয়,সে,আর যাইহোক, প্রতিবাদ করে চাকরি হারাতে চায়না!
সত্যিই সমাজ বড় অদ্ভুত!তাই না??????
না,ডিম আমিষ,হিন্দুত্ববিরোধী,স্কুলে ডিম বন্ধ।
প্রতি পঁচিশ মিনিটে এ দেশে একজন করে কৃষক মারা যায়। রোজ কৃষক আত্মহত্যার খবর পেপারে বেড়োয়। যারা সুখের পায়রা।হেব্বি রেগে যায় মায়রি।শালা সক্কাল বেলা টাই বেধে পেপার পড়তে বসে পুরো'মুড খারাপ হো গ্যায়া'।রাত্রিকালীন মন্থনের রোমন্থন বমি হয়ে বেড়োতে চাই।
'Economy Survey' পড়তে গেলে দেখা যায় কৃষিকাজের মন্দাবস্থা।GDP তে অবদান কমতে থাকছে,সাথে কমতে থাকছে সরকারের Investment. 'Food Processing' এ ভারতে এত opportunity, Infrastructure এর জন্য তাও মুখ থুবরে পরছে।এই সামান্য আম দিয়েই ভাবা যাক।
আমের এত উৎপাদন এবার,কম দামে বিক্রি হচ্ছে।
অথচ Preserve করে অথবা আম থেকে সহযোগী খাদ্যদ্রব্য তৈরি করলে এই অবস্থা হয়না!এখনকার ছেলেমেয়েরা চাষ করার কথায় ভাবতে পারেনা।একমাত্র অসংগঠিত শ্রমিকের পেটে যেসব 'অসংগঠিত শ্রমিক' তৈরি হবে তারাই আমাদের ভবিষ্যৎ।ভবিষ্যতের খাদ্য যোগাবে।
যে শহর Google এ "Erotic Content" search এ এক নম্বর। সেই ছেলেই দেশের কথা বলে।টেটের ফর্ম তুলতে গিয়ে পুলিশের মার খায়।'পুলিশ' শব্দটার প্রতিশব্দ তৈরি করেছি 'রাজনীতির দাস'!
আসোলে কিছু করার থাকেনা।যে ছেলে সাদামাটা গ্রাজুয়েশন করে বাবা মা'র মুখে ভাত তুলে দিতে কনস্টেবল এ যোগ দেয়,সে,আর যাইহোক, প্রতিবাদ করে চাকরি হারাতে চায়না!
সত্যিই সমাজ বড় অদ্ভুত!তাই না??????
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন