কোন এক বিষণ্ণ দুপুরে, তোমাই নিয়ে ধুঁকতে থাকা প্রেমের ভাবনাগুলো অনেকটা লোকাল ট্রেনের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কাপের মত মনে হয়।চা শেষ করে আবেগের লাস্ট চুমুক দেওয়ার পর হাত বাড়িয়ে জানলা দিয়ে স্মৃতির সমাক্যসমাধি।বিমর্ষ বাতাসে দোদুল্যমান কাপের মনে তখনো প্রেম।ফিরে আসতে চাই হাতে।তারপর হঠাৎ দুলতে দুলতে নিজেই ঝাঁপিয়ে পড়ে রেলের ট্রাকে।ব্যাস...সাময়িক প্রেমের Catastrophe.... আর মন থেকে নির্গত হয় মন খারাপের Catharsis...
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন